কক্সবাজার বিমানবন্দরের ১ম পর্যায়ের কাজ শেষ হবে আগামী বছর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-09-01 18:04:57

জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ বলেছেন, কক্সবাজার বিমানবন্দরের আন্তজার্তিক মানের উন্নীতকরনের প্রথম পযার্য়ের কাজ ২০২৩ সালের জুন মাসে শেষ হবে। এই বিমানবন্দর  আন্তর্জাতিক মানের উন্নীতকরণ হলে কক্সবাজারের দৃশ্যপট বদলে যাবে। ইতোমধ্যে এই বিমানবন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি নির্মিত টার্মিনাল ভবন সহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন। পরে বিমানবন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন।

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সদস্য আদেলুর রহমান আদেল, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারর্ম্যান, প্রকল্প পরিচালক, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর