অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার | 2023-08-31 00:56:06

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিপুল পরিমাণ পাইপ সহ ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসতিয়াক আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের উদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বংশী নদীতে এ অভিযান চালানো হয়।।

স্থানীয়রা জানায়, বালিয়া উদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। এতে নদীর দু’পাড় ভেঙ্গে ফসলি জমি সহ বসত বাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়ে গেছে। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ সহ দুটি ড্রেজার মেশিনে আগুনে পুড়িয়ে ধ্বাংস করা হয়।

এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বংশী নদীর বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নদীতে যেই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর