ডিজিটাল নিরাপত্তা মামলায় ৬ নেতা কারাগারে

, জাতীয়

স্টাফ করেসপটন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-28 05:59:28

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষসহ ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আব্দুল মজিদ এ আদেশ প্রদান করেন।

ওই আদেশে কারাগারে গেলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, স্থানীয় সিপিবি’র নেতা সাদেকুল ইসলাম, বাদশা মিয়া, জাহাঙীর আলম, আনিছুর রহমান ও নবাব আলী।

এ তথ্য নিশ্চিত করে আসামি পক্ষের অ্যাডভোকেট কাজী লুলুম্বা বলেন, সিবিপি’র ওই ৬ নেতা আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করে। বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলা অনুষ্ঠিত তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গণনার সময় দক্ষিণ গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা সৃষ্টি করে। এ ঘটনায় সিবিবি’র ওই নেতাদেরসহ আরো অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি শেষে বিচারক সিবিপি’র ৬ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এ সম্পর্কিত আরও খবর