আবার উপজেলা পর্যায়ে ওএমএস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2023-08-27 05:10:19

 

চালের বাজারে অস্থিরতা কাটছেই না। আমন মৌসুমেও হুহু করে বাড়ছে দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় আজ বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে ডিলারের মাধ্যমে আবার ওএমএসে চাল ও আটা বিক্রি শুরু করছে সরকার।

এর আগেও বিভিন্ন সময়, বিশেষ করে সংকটকালে উপজেলা পর্যায়ে ওএমএস চালু ছিল। সর্বশেষ গত নভেম্বরের মাঝামাঝি উপজেলা পর্যায়ে এটা বন্ধ হয়। চাল ও আটার দাম স্বাভাবিক রাখার জন্য এটা চালু করা হলো।

বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সেশনে যোগদান শেষে সাংবাদিকদের ওএমএস চালুর কথা জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, আজ বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে ওএমএসে চাল ও আটা বিক্রি শুরু হবে। চাল ৩০ টাকা কেজি ও আটা ১৮ টাকা কেজিতে দেওয়া হবে। তবে সরকারিভাবে এ চালের আমদানি খরচ ৩৬-৩৭ টাকা।

তিনি বলেন, চালের মজুত সর্বকালের সর্ববৃহৎ। পচার মতো চাল গোডাউনে নেই। মজুত চাল মানসম্পন্ন, ফলে মানুষ খাবে।

এ সম্পর্কিত আরও খবর