শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করার আহ্বান খতিয়ে দেখবে জাতিসংঘ

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 03:56:45

শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২টি মানবাধিকার সংস্থার আহ্বান খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতিরসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক এসব জানান।

তিনি বলনে, আমি বলতে চাইছি আমরা মাত্র খবরটি পেয়েছি। আমরা অবশ্যই এটি গুরুত্বের সঙ্গে দেখব। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই- আমাদের একটি কঠোর মানবাধিকার স্ক্রিনিং নীতি আছে। যা প্রতিটি দেশের পৃথক ইউনিটের জন্য প্রযোজ্য। আমরা র‌্যাবের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখব।

এর আগে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং সংস্থাটির বর্তমান ও সাবেক ৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

মানবাধিকার সংস্থাগুলো হলো- হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড রবার্ট এফ কেনেডি ফর হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, সিভিকাস, ওয়ার্ল্ড অর্গানাইজেশন এগেইনস্ট টর্চার, এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপারেন্স, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিচ প্রজেক্ট এবং দ্য অ্যাডভোকেট ফর হিউম্যান রাইটস।

এ সম্পর্কিত আরও খবর