স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 21:25:30

রংপুর নগরীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহ্বান জানানো হয়। এ সময় বাজারের ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা আগের চেয়ে বেশি তৎপর এবং মাঠে রয়েছি। জনসমাগম যেখানে বেশি হয়, সেখানে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। জনস্বাস্থ্য রক্ষাসহ প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও জোরদার করা হবে।

এ সম্পর্কিত আরও খবর