চকরিয়ায় সালিশি বৈঠকে এসে প্রতিপক্ষের হামলায় নিহত ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-26 17:38:04

কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত সালিশি বৈঠকে অংশ নিতে এসে প্রতি পক্ষের হামলায় মো. বদন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বদন (৪০) উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের মৃত আবদুস সালামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নুরে হোসাইন আরিফ।

তিনি জানান, নিহত বদন আর তার প্রতিপক্ষ আপন চাচাতো-জেঠাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রোববার এ বিষয়ে সমবায় সমিতি অফিসে সালিশি বৈঠকে আসলে অফিসের সামনে উভয়পক্ষ তর্কে জড়ানোর এক পর্যায়ে ছুরি মারামারি হয়। পরে গুরুতর আহত অবস্থায় বদনকে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর