রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৪ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। সংবাদ পেয়ে সদর দফতর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট অগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়।
৬ টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি।