‘খেলা হয়, মেলা হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-24 08:23:31

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো শেষ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী অঞ্চলিক কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন- ‘খেলা হয়, মেলা হয়, পরীক্ষা নিতে কিসের ভয়। এ বৈষম্য আর মানবেন না বলে জানান তারা।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা থেমে গেছে। পরীক্ষাগুলো শেষ করার দাবিতে কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করছেন রাজশাহীর শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা প্রথমে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করেন। এরপর তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে যান।

এ সময় আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী অঞ্চলিক কেন্দ্রের পরিচালক ফয়জুল করিম শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন। ঘোষণার পর শিক্ষার্থীরা আঞ্চলিক পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সম্পর্কিত আরও খবর