পৌরসভার উদ্যোগে রেল ক্রসিংয়ে গেইট নির্মাণ 

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-28 15:17:42

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী রাজশাহী মেইল ট্রেনের সাথে ভুটভুটির সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার পর রেল ক্রসিংয়ে গেইট নির্মাণ করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ঘটনাস্থল আলীনগর-হাজীর মোড় ও গণকা-বিদিরপুর মোড়ে গেইট দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি ) পৌরসভার অর্থায়নে এসব অরক্ষিত রেল ক্রসিংয়ে গেইট নির্মাণ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রেল লাইন ক্রসিং রাস্তার উভয় পাশে বাঁশ দিয়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখন থেকে পৌরসভার দুইজন লোক ট্রেন আসা-যাওয়ার সময় এই গেইট নিয়ন্ত্রণ করবে। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ জানান, গতকাল এ মোড়ে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। তাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে হাজির মোড় ও বিদিরপুর মোড়ে অস্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখানে পৌরসভার আনসার সদস্যরা পালাক্রমে ডিউটি করবে। 

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী মেয়র মোখলেসুর রহমানকে সাধুবাদ জানিয়ে বলেছেম, এ গেট নির্মাণের ফলে ট্রেন দূর্ঘটনা কমবে। ট্রেন আসা-যাওয়ার নির্ধারিত সময়ে কোন যান চলাচল করতে পারবে না এবং এলাকাবাসী সচেতন হবে।

এ সম্পর্কিত আরও খবর