পুলিশকে হামলা করার পূর্বপরিকল্পনা ছিল: ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:55:09

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জাম মিয়া বলেছেন, ‘নয়াপল্টনের ঘটনা যারা ঘটিয়েছে তারা সবাই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সেখানে পুলিশকে হামলা করার পাশাপাশি বড় ধরনের অঘটন ঘটানোর একটা পূর্বপরিকল্পনা ছিল।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করতে পেরেছি। তারা সকলেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী। তারা পুলিশের ২টা গাড়ি পুড়িয়ে দেয়, অন্য আরেকটি এপিসিতে আগুন লাগানোর চেষ্টা করে। তখন চালকের বুদ্ধিমত্তাতে সে গাড়ির আগুন নেভাতে সক্ষম হই।’

আছাদুজ্জাম মিয়া বলেন, ‘পাঁচ জন অফিসারসহ ২৩ জন কর্মকর্তা আহত হয়েছেন। এই মুহূর্তে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এ ঘটনায় পুলিশের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘ঘটনা পর্যালোচনা করে মামলা গ্রহণ করা হয়েছে। প্রায় ৬০ জনের মত ঘটনাস্থল থেকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে পেরেছি। বাকিদের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার কাজ চলছে।’

মামলাটি তদন্ত করা জন্য ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ এবং মতিঝিল ক্রাইম ডিভিশনের পুলিশ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেটার তদন্তও অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কমিশনার।

বুধবার মনোনয়নপত্র সংগ্রহে বিএনপি কার্যালয়ের বাইরে সকাল থেকে আনন্দঘন পরিবেশে উপচে পড়া ভীড় ছিল। বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম নিতে যান ঢাকা-৮ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা মির্জা আব্বাস। এ সময় আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেখান থেকেই এই সংঘর্ষের সুত্রপাত হয়।

এ সম্পর্কিত আরও খবর