নীলফামারীতে ১৪ বিচারক করোনা আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম নীলফামারী | 2023-08-28 05:00:15

নীলফামারী জেলা আদালতের ১৪ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সদর উপজেলা হাসপাতালের করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট কেন্দ্রে ১৩ জন বিচারকের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা পজেটিভ হয়। রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

এর চার দিন আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান নামের এক বিচারক করোনা আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় ১৪ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন এবং তারা সবাই নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

আক্রান্ত বিচারকরা হলেন, জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর জেলা বিচারক মনছুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর জেলা বিচারক মাহবুবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এটিএম তোফায়েল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সহকারী জজ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহাদেব চন্দ্র রায়, শাহীন কবির ও মেহেদী হাসান।

এ সম্পর্কিত আরও খবর