ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম, মেহেরপুর | 2023-08-31 10:43:24

মেহেরপুরের গাংনীতে পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা থেকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০১৯ এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়া থেকে শুরু করে বামন্দী গিয়ে অভিযান শেষ হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে পরিবেশ অধিদফতর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পোড়াপাড়ার মোয়াজ্জেম ব্রীক্স, আরএসবি, ফাইফ স্টার ও বামন্দীর এমএসআরএফএল ও বিজিএল বিক্সস থেকে আড়াই লাখ করে এবং বামন্দীর সিবিএল ব্রিক্সস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদফতরের উপ পরিচালক আতাউর রহমান জানান, পরিবেশ অধিদফতরের অনুমতি না নিয়ে এবং কয়লার বদলে কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান চালানো হয়। এ অভিযান চলমান বলেও জানান তিনি।

ইটভাটা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন লঙ্ঘণ করে ইটভাটা চালালো আইনের আরও কঠোর প্রয়োগ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর