শপথ কেবল আক্ষরিক শপথ না হয় যেন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লক্ষ্মীপুর | 2023-08-28 01:44:02

লক্ষ্মীপুরে দুই উপজেলার ২৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছে।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ তাদের শপথ বাক্য পাঠ করান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানোর পূর্বে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক।

এসময় তিনি বলেন,জনপ্রতিনিধিরা আইন দ্বারা স্বীকৃত জনগনের অভিভাবক। শপথ কেবল আক্ষরিক শপথ না হয় যেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শপথ বাক্যগুলো মনে ধারন করে সততার সাথে কাজ করতে হবে। নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। দালাল,টাউট বাটপার দের কবল থেকে বিচার প্রার্থীদের রক্ষা করে আল্লাহ্কে হাজির-নাজির রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ন্যায় বিচার করবেন। এতে এলাকার জনগণ থানা ও আদালতে ছুটাছুটি করে হয়রানীর শিকার হতে হবেনা।

একই সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দৃঢ় ঘোষনা দিয়েছেন দেশে কাউকে দরিদ্র থাকতে দেবেননা। সেই লক্ষ্যে তিনি প্রকল্প হাতে নিয়েছেন। তার এই লক্ষ্যপূরণে দারিদ্র দূরিকরনের প্রকল্পগুলো বাস্তবায়নে সম্পূর্ন দুর্নীতিমুক্ত থেকে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবেনা। এলাকার জনগণ বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন। দয়া করে জনগণের সেই বিশ্বাসের অমর্যাদা করবেননা। তাদের সাথে কোন ক্ষেত্রে প্রতারনা করবেননা।

নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরপেক্ষতায় উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণে প্রশাসন একাট্টা থাকায় জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। সেজন্য আপনারা নির্বাচিত হয়েছেন। তাই জনসেবা ও স্থানীয় উন্নয়নকাজের সিদ্ধান্তে আপনারা সমবন্টন ও জনগনের নাগরিক অধিকার সম্পূর্ন নিশ্চিত করতে কাজ করবেন।

জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা,সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু,জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী প্রমুখ।

এদিন ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন সদরের ভবানীগঞ্জ ইউপির সাইফুল হাসান রনি, উত্তর জয়পুরে মিজানুর রহমান মিজান, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, শাকচরে মাহফুজুর রহমান মাস্টার, চররমনী মোহনে আবু ইউছুফ ছৈয়াল, টুমচরে সৈয়দ নুরুল আমিন লোলা, দত্তপাড়ায় এটিএম কামাল উদ্দিন, উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, চন্দ্রগঞ্জে নুরুল আমিন, বশিকপুরে মাহফুজুর রহমান, পার্বতীনগরে ওয়াহিদুর রহমান ও কুশাখালিতে সালাউদ্দিন মানিক।

রামগঞ্জের কাঞ্চনপুর ইউপির নাসির উদ্দিন, নোয়াগাঁওতে মোহাম্মদ সোহেল পাটওয়ারী, ভাদুর ইউপিতে জাবেদ হোসেন, দরবেশপুরে মিজানুর রহমান, চন্ডিপুরে শামছুল ইসলাম সুমন, লামচরে ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী, করপাড়ায় জাহিদ মির্জা, ভোলাকোটে দেলোয়ার হোসেন দিলু ও ভাটরায় শামছুল আলম বুলবুল শপথ গ্রহণ করেন। পরে প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে জেলাপ্রশাসক ফুল দিয়ে বরন করে নেন।

প্রসঙ্গগত: তৃতীয় ও চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শপথের পূর্বে সম্প্রতী সদর উপজেলার দীঘলী ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মৃত্যুবরন করায় এ উপজেলার ১৪ জন চেয়ারম্যান আজ এ শপথ বাক্য পাঠ গ্রহণ করেন।

অপরদিকে রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপজেলার ইছাপুর ইউনিয়নে ভোটের দিন কেন্দ্রের বাইরে সহিংসতায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজিব ও যুবলীগ কর্মী মাসুদ আলম মারা যাওয়ায় থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা। সাজ্জাদ হত্যা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি আমির হোসেন খানকে আসামি করা হয়। নিহত সাজ্জাদ নৌকার প্রার্থী শাহনাজ বেগম ও মাসুদ বিজয়ী চেয়ারম্যান আমির হোসেন খানের কর্মী ছিলেন। এতে ওই ইউনিয়নের চেয়াম্যান ও ইউপি সদস্যদের নামে গেজেট প্রকাশ হয়নি।

এ সম্পর্কিত আরও খবর