কোয়ারেন্টাইন ছাড়াই ব্যাংককে ভ্রমণ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-26 16:05:12

এবার বাংলাদেশসহ সকল দেশের নাগরিককেই টেস্ট এন্ড গো স্কিমের অধীনে থ্যাইল্যান্ডে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। এর ফলে পূর্বের স্যান্ডবক্স স্কিম আর থাকছে না। দেশটিতে প্রবেশের প্রথম এবং পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে। তবে যাদের দুই ডোজ ভ্যাকসিন দেয়া আছে, তাদের জন্যই এই 'টেস্ট এন্ড গো' স্কিম প্রযোজ্য।

বুধবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ঢাকার রয়েল থাই এম্বাসি জানিয়েছে, এবার সকল দেশের পর্যটকদের জন্যই টেস্ট এন্ড গো সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে দেশটিতে পর্যটকরা যেদিন প্রবেশ করবেন এবং পঞ্চম দিনে পৃথক দুটি করোনা টেস্ট করাতে হবে। দুটি আলাদা হোটেলেও এই টেস্ট করা যাবে।

একই সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলারের হেলথ ইন্সুরেন্স এবং থাই পাস সঙ্গে করে নিতে হবে। এছাড়াও দেশটিতে প্রবেশের পূর্বের ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল থাকতে হবে। এছাড়াও সঙ্গে দুই ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

এছাড়াও যাদের ভ্যাকসিন নেয়া হয়নি, তাদের জন্য দশদিনের কোয়ারেন্টাইন থাকার ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর