সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার তারিখ সোমবার (৩১ জানুয়ারি)।
সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করবেন।
দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গেল ১২ জানুয়ারি রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন বিচারক।
রায়ের দিনকে ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠায় সাধারণ মানুষ। সবাই তাকিয়ে আছে কক্সবাজারের দিকে। আদালতে কার কেমন সাজা বা শাস্তি হবে এটাই এখন অপেক্ষা।
তবে, মামলায় অভিযুক্ত আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকতের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস।
রোববার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
শারমিন শাহরিয়ার বলেন, এ মামলার প্রধান দুই আসামি প্রদীপ ও লিয়াকতের সর্বোচ্চ শাস্তি হবে এমনটি আমাদের প্রত্যাশা। পাশাপাশি বাকি আসামিদের তাদের যার যার অপরাধের ভিত্তিতে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা হোক।
তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না । সিনহা হত্যা মামলায় আদালতের রায়ের মাধ্যমে সেটিও প্রতিষ্ঠিত হবে বলেই আমাদের প্রত্যাশা।
এই শাস্তির মাধ্যমে একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও বন্ধ হবে বলে আমি আশা করি।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।