টেকনোলজিস্ট না থাকায় করোনা পরিক্ষা বন্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিরাজগঞ্জ | 2023-08-31 02:13:48

দেশে আবারও হানা দিয়েছে করোনার। জনগণে আতঙ্ক দেখা দিয়েছে নতুন করে ভ্যারিয়েন্ট ওমিক্রন। হাসপাতাল গুলোতে দিন দিন বাড়ছে করোনার রোগী। সেই সাথে যোগ হচ্ছে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। করোনা আতঙ্কে যখন সারা দেশ ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট না থাকায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা।

রোববার (৩০ জানুয়ারি) চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, ঠান্ডা ও কাশি (করোনা উপসর্গ) নিয়ে করোনা পরিক্ষা করতে আসা একাধিক রোগী ফিরে যাচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষা করতে আসা আখি সিদ্দিকা, বিলকিস পারভীন, আকবর আলীসহ অনেকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষা বন্ধ। এক দেড় মাস হল এখানে করোনা পরিক্ষা বন্ধ রয়েছে। এই উপজেলার মানুষ অনেক ভোগান্তিতে পড়েছে। তাই আমরা পার্শ্ববর্তী উপজেলা বেলকুচি ও নাগরপুর যচ্ছি পরিক্ষা করাতে। এতেও অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ এই উপজেলায় যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, টেকনোলজিস্ট থাকাকালীন অবস্থায় প্রতিদিন প্রায় ১৪/১৫ জন রোগীর করোনা পরিক্ষা করা হত। টেকনোলজিস্ট না থাকার কারণে এখন সম্ভব হচ্ছে না। যে কারণে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে একাধিক রোগী ফিরে যাচ্ছেন।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুজন মেডিকেল টেকনোলজিস্ট ছিল তাদের বদলি জনিত কারণে গত দেড়মাস ধরে করোনা পরিক্ষা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি জেলা সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, টেকনোলজিস্ট কম থাকায় জেলায় নমুনা পরিক্ষা করতে হিমসিম খেতে হচ্ছে। তবে চৌহালীতে করোনা পরিক্ষা শুরু করতে দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর