বান্দরবা‌নে গুলিবিনিময়ে এক সেনা সদস্যসহ নিহত ৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবা‌ন | 2023-09-01 23:32:27

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা চালিয়েছে জেএসএস সদস্যরা। এসময় জেএসএস সদস্যদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। পরে সেনা সদস্যদের চালানো পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা গেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

জানা গেছে, বুধবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি টহল সেনাদলের গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ছিলেন ওই টহল দলের কমান্ডার। এছাড়া ফিরোজ নামে একজন সৈনিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ‌জেএসএস সদস্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর