বাগেরহাটে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মোংলা (বাগেরহাট) | 2023-09-01 04:25:51

বাগেরহাটের মোংলা উপজেলা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাংমারী এলাকায় অভিযান চালিয়ে মাংসগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন লোকালয়ের ঢাংমারী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস ও চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারি ও পাচারকারীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় কোস্ট গার্ড।

এদিকে জব্দকৃত হরিণের মাংস বনবিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. সামানুল কাদির বলেন, এ ঘটনায় বন ও বন্যপ্রাণী নিধন আইনে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হবে।

এ সম্পর্কিত আরও খবর