রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসিতে ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী শিক্ষাবোর্ড থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার এই ফলাফল ঘোষণা করা হয়।
শিক্ষাবোর্ড জানিয়েছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৪৮৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৪৩ হাজার ৪৮৯ জন।
এবার জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। এরমধ্যে ১৪ হাজার ৪০০ জন ছাত্র এবং ১৮ হাজার ৪০০ জন ছাত্রী। পরীক্ষায় ২০১৫ সালের পর এবার পাসের হার সর্বোচ্চ। তবে অটোপাশের কারণে ২০২০ সালে শতভাগ শিক্ষার্থীকেই পাস দেখানো হয়।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলার ৭৬১টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬২টি কলেজের সব শিক্ষার্থী পাস করেছে।