ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে কোরআন শরীফ বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-09-01 16:52:18

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার চারটি মাদ্রাসায় ৫৭টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করে কোরআনগুলো ক্রয় করে এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রায়গঞ্জ উপজেলার গোদগতি ইত্তেবাউস সুন্নাহ হাফিজিয়া কাওমি মাদ্রাসায় ৩০ পিস, ধর্মদাসগাতির মাদরাসাতুল আল আবরার আল ইসলামিয়া কওমী মাদ্রাসায় ১০ পিস, রহমতগঞ্জ উম্মাহাতুল মু’মিনিন (রা) মহিলা মাদ্রাসায় ৭ পিস ও চর হরিপুরের মসজিদ ভিত্তিক মাদ্রাসায় ১০ পিসসহ মোট ৫৭টি কোরআন শরীফ বিতরণ হয়েছে।

এ সময় মানব সেবাই-স্বপ্ন গ্রুপের অ্যাডমিন মো. শামিম রেজা, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, আব্দুল মমিন কলি, জাকারিয়া হোসেনসহ স্ব-স্ব মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এর মাধ্যমে মোট ২৭৫ পিস কোরআন শরীফ বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর