চট্টগ্রামে ব্যানার পোস্টার সরানো হলো

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 08:06:54

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্পট থেকে পোস্টার ব্যানার ফেস্টুন সরানো হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগরে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরানোর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরীর কোতোয়ালী, জিইসি, পতেঙ্গা, ষোলশহর, পাহাড়তলীসহ চট্টগ্রাম মহানগর এবং উপজেলা আসনের প্রত্যেকটি জায়গা থেকে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বার্তা২৪কে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আচরণ বিধির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার শামিম ফরহাদ তানভির বার্তা২৪কে জানান, গত ১১ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী পোস্টার, ব্যানার, দেয়ালিকা, বিলবোর্ড, গেইট, তোরণ ও আলোকসজ্জা সরানোর নির্দেশ দিয়েছিলেন রিটার্নিং অফিসরার এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তারই প্রেক্ষিতে রোববার পোস্টার ব্যানার সরানোর শেষ দিন ছিলো। এ উপলক্ষে উচ্ছেদে মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সম্পর্কিত আরও খবর