চসিকের মোবাইল কোর্ট : ৫০ টি দোকান উচ্ছেদ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 21:10:52

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে ১৪ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে আন্দরকিল্লা মোড় থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের প্রায় ৫০ টি ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

এই সময় ইংরেজিতে সাইন বোর্ডের পাশাপাশি বাংলায় সাইনবোর্ড স্থাপন না করায় আন্দর কিল্লার ইয়াসিন মার্কেটিংকে ৫ হাজার, নিপা সার্জিকেলকে ৩ হাজার, ফারাহ সার্জিকেলকে ৩ হাজার ও নুর জাহান সার্জিকেলকে ৩ হাজার টাকা সহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বার্তা২৪কে বলেন, আগামী ৩ দিনের মধ্যে ইংরেজীর পাশাপাশি বাংলায় সাইনবোর্ড স্থাপনের জন্য নির্দেশিকা প্রদান করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

এ সম্পর্কিত আরও খবর