আমিরাতের জাতির মাতার সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 18:29:36

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতির মাতা শেখা ফাতিমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন যা একটি দুর্লভ সুযোগ। আগামীকাল ৭ মার্চ সোমবার চারদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানেই এ সাক্ষাৎ হবে।

পররাষ্ট্র মন্ত্রী ড এ.কে আবদুল মোমেন রোববার (৬ মার্চ) জাতীয় রাষ্ট্রীয় ভবন পদ্মায় এ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন।

তিনি বলেন, ৮ মার্চ দুবাই এক্সপোর আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। ১২ মার্চ তিনি দেশে ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুুল মোমেন জানান, এ সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবিচ্ছিন্ন করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর