ঝিনাইদহে ‘জঙ্গি’ আস্তানা ঘিরে রেখেছে র‌্যাব

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 20:22:51

ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের শরাফত হোসেন মণ্ডলের বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব-৬।

বুধবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে এই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত আছেন।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করেছে। তাই আজ ভোরে বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। খুলনা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। তারা ঘটনাস্থলে পৌঁছালেই অভিযান শুরু করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়িটির মধ্যে জঙ্গিসহ বিস্ফোরক দ্রব্য রয়েছে।

এদিকে শীতের ভোরে গ্রামটিতে র‌্যাবের উপস্থিতি দেখে গ্রামবাসীসহ আশপাশ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাজকর্ম ফেলে তারা বিভিন্ন জায়গায় জোটবদ্ধ হয়েছে। বাড়ির মালিক একজন সাধারণ কৃষক।

উল্লেখ্য, ২০১৬ থেকে এ পর্যন্ত জেলা সদরের পুরাহাটি, ধানহাড়িয়া চুয়াডাঙ্গা, লেবুতলা ও মহেশপুর উপজেলার বজ্রাপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। সে সময় ২ জঙ্গি নিহত হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর