সংসদের ১৭তম অধিবেশন বসছে ২৮ মার্চ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 23:42:59

চলতি একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ শুরু হতে যাচ্ছে। ওইদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ নিশ্চিত করেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাদকতা পূরুণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর