শাহজালালে ৪ কেজি স্বর্ণ জব্দ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 07:27:09

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের রাঙ্গাপ্রভাত নামে একটি বিমান থেকে চার কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।

বুধবার (২১ নভেম্বর) সকালে বিমানের সিটের নিচে তল্লাশী চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ওথেলো চৌধুরী বার্তা২৪কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চোরাচালানের গোপন সংবাদ থাকায় ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম শাহজালাল বিমান বন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে ও বোর্ডিং ব্রিজ এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ সময় আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমানটিতে তল্লাশী চালানো হয়।’

তিনি বলেন, ‘এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৫বি সিটের হেলান দেওয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো দুইটি লম্বা বার পাওয়া যায়, যা কাস্টমস হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয় এবং ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৩২ লক্ষ টাকা।

এই স্বর্ণবার আটকের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর