রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে জমি ক্রেতা-বিক্রেতারা

খুলনা, জাতীয়

মাজেদুল হক মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:04:48

মেহেরপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার পদটি দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে। এ কারণে মেহেরপুর সদরে সপ্তাহে দুইদিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সাব রেজিস্ট্রার। ফলে সপ্তাহে দুই দিন মেহেরপুর সদরে জমি রেজিস্ট্রি হয়।

অপরদিকে গাংনী উপজেলা রেজিস্ট্রার দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে গেছেন। এ কারণে গাংনী উপজেলা রেজিস্ট্রি অফিসে পুরোপুরি কাজ বন্ধ রয়েছে।

এতে জেলায় জমি ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের সীমা নেই। জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে না পেরে ঋণের বোঝা বাড়ছে সাধারণ মানুষের পরিবারে। ভুক্তভোগীদের মাঝে বিরাজ করছে ব্যাপক ক্ষোভ। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন খোদ জেলা প্রশাসক।

গাংনী সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, নিবন্ধন অধিদপ্তরের অফিস আদেশে গত ৫ নভেম্বর থেকে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে সাভারের লোক প্রশাসন কেন্দ্রে গেছেন গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার ইমরুল হাসান। আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলছে সাব রেজিস্ট্রি অফিসে। ফলে দলিল রেজিস্ট্রি, নতুন দলিল উত্তোলন ও দলিলের নকল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। অফিসের কর্মচারীরা শুধুমাত্র সিডিউল প্রোগ্রাম নিয়ে সময় কাটাচ্ছেন।

গাংনী উপজেলা দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এ অফিসের নিবন্ধনধারী ৭০ জন দলিল লেখক রয়েছে। এর সঙ্গে আরও প্রায় শতাধিক সহকারী রয়েছেন। দলিল লেখা বন্ধ থাকায় এসব মানুষের পরিবারে হাহাকার শুরু হয়েছে। অফিসে আমাদের কোনো কাজ নেই। অন্য কাজও করতে পারছি না। তাই অলস সময় কাটাতে হচ্ছে।’

গাংনীর রাইপুরের মিজানুর রহমান বলেন, ‘আমার এক আত্মীয়ের বিদেশ যাওয়ার জন্য জমি বিক্রি করা জরুরি। কিন্তু রেজিস্ট্রি না হওয়ায় কেউ জমি কিনতে চাচ্ছে না।’

কাজিপুর গ্রামের হারেজ আলী বলেন, ‘কয়েকদিন ধরে গাংনী সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ফিরে আসছি। কোনো ভাবে যদি জমি রেজিস্ট্রি হয়, তাহলে আমার পরিবারের একটি বড় সমস্যার সমাধান হবে।’

সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে প্রায় ১০০ থেকে ১২০টি দলিল রেজিস্ট্রি হয়। প্রতি মাসে এর সংখ্যা দাঁড়ায় প্রায় ৫০০। এছাড়াও নতুন দলিল ও দলিলের নকল নিতে এসে ফিরে যাচ্ছে অনেক মানুষ।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার পদটি ফাঁকা। তাই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সাব রেজিস্ট্রার মেহেরপুর সদরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ওই পদে সাব রেজিস্ট্রার থাকলে তাকে গাংনী সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্ব দিতে পারতেন জেলা রেজিস্ট্রার।

এ প্রসঙ্গে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ‘আমি বিষয়টি জানি। বর্তমান সময়টাতে মানুষের বিয়েসহ বিভিন্ন কাজ রয়েছে। ফলে জমিও কেনাবেচার উপযুক্ত সময়। তাই রেজিস্ট্রি বন্ধ থাকায় মানুষ অনেক কষ্ট পাচ্ছে। জেলা রেজিস্ট্রার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন। আমিও দু’এক দিনের মধ্যে একটি চিঠি দিব। অতিরিক্ত কাউকে দায়িত্ব দিয়ে রেজিস্ট্রি চালু করার অনুরোধ জানাবো।’

এ সম্পর্কিত আরও খবর