‘মাইজভান্ডারী গানে আধ্যাত্মিকতার পরশ আছে। এসব গান অনেক বেশি হৃদয়গ্রাহী। মানুষকে আপ্লুত করার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার উন্নত শিখরে পৌঁছে দিতে সাহায্য করে।’
কথাগুলো বলছিলেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
বার্তা২৪.কমের সঙ্গে ব্যবসায়িক জীবনের সাফল্যের আলাপচারিতার পাশাপাশি জানা গেল মাইজভান্ডারী গানে তার অনুরক্তের কথা। কথোপকথনের পাশাপাশি গাইলেন রমেশ শীলের গাওয়া মাইজভান্ডারী গান।
মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে….
তোর সাধন ভজন নষ্ট হইলো হিংসা নিন্দা অহংকারে
জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খ্যাতি
মূলে সবাই মানব জাতি আর জাতি নাই এই সংসারে
টাকা পয়সা বাবুয়ানা
এইসব তোর ভুল ধারণা
আরে কুলের খবর নাই তোর জানা কুলিন হবে কোনো বিচারে
পাকা কোটা জমিদারী এই নিয়ে তোর অহংকারী
নকল ধন দুনিয়াধারী আসল ধন তোর মাইজভাণ্ডারে
রমেশ কয় মন কমনাশা , ছাড় ধন গৌরবের আশা
যে আশায় দুনিয়ার আসা সে আশা….