র‌্যাব পরিচয়ে প্রবাসীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-31 18:37:21

ফরিদপুরে ভাঙ্গায় র‌্যাব পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে এক প্রবাসীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২০ মার্চ) ঢাকা-বরিশাল মহাসড়কে কৈডুবি সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে পুলিশ ও এলাকাবাসী জানা যায়, উপজেলার মক্রমপুট্টি এলাকার বাসিন্দা মো. নুর-আলম ভাঙ্গা সদর বাজারের ইসলামী ব্যাংক থেকে এক প্রবাসীর পাঠানো সাড়ে তিন লাখ টাকা উত্তোলন করেন। টাকা তুলে ভ্যানযোগে বাড়ি যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকায় র‌্যাব পরিচয়ে নুর-আলমের গতিরোধ করে। পরে তাকে ভ্যান থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ভ্যানচালক মো. ইদ্রিস শেখ জানান, বেলা ১১ টার দিকে সাদা পোশাকে কিছু লোক নুর আলমকে তুলে নিয়ে যান। এসময় তারা নিজেদের র‍্যাব পরিচয় দেন।

এ বিষয়ে নুর-আলম জানান, অটোভ্যানের গতিরোধ করে আমার হাতে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-২৩৪৯৩৮) তুলে নেয়। পরে বেধড়ক মারধর করে রাজৈর এলাকায় ফোনের সিমকার্ড রেখে নামিয়ে দেয়।

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর