টাঙ্গাইলে ট্রেন ও সিএন‌জির সংঘর্ষে নিহত ১, আহত ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-28 18:37:21

টাঙ্গাইলে ভূঞাপুরে ট্রেনের সাথে সিএনজি চা‌লিত অটোরিকশার সংঘর্ষে চা‌লক নিহত হয়েছে। এ‌তে সিএন‌জিতে থাকা আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শ‌নিবার (২৬ মার্চ ) বিকেলে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপ‌জেলার বিল আমুলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএন‌জি চালক জা‌হিদুল ইসলাম (২৮) উপজেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রামের আফজালের ছেলে।

আহতরা হলেন উপজেলার কাগমারীপাড়া গ্রামের শামছুর ছেলে বাদশা (৩৫) ও ধুব‌লিয়া গ্রামের র‌হিজ উ‌দ্দিনের ছেলে র‌বিউল আলম (৩৫)।

স্থানীয়রা জানান, সিএন‌জিযো‌গে তারা ভুঞাপুর হতে বঙ্গবন্ধু সেতুতে যা‌চ্ছিল। সিএন‌জিটি বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের উপজেলার বিল আমুলা এলাকা অর‌ক্ষিত রেলক্রসিং পার হলে জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল ট্রেনের সাথে সংঘর্ষ বাধে। দূর্ঘটনায় সিএনজি‌টি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে সিএন‌জির চালক নিহত হয়। এসময় গুরতর আহত হয় আ‌রও দুইজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চি‌কিৎসার জন্য দা‌য়িত্বরত কর্মকর্তা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফরিদুল ইসলাম জানান, ট্রেন দূর্ঘটনায় সিএন‌জি চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আ‌রও দুইজন আহত হয়েছে। রেলওয়ে পু‌লিশকে খবর দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর