রংপুরে এক আইনজীবীকে অপদস্ত ও হয়রানি করার প্রতিবাদে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ আইনজীবীরা।
বুধবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রংপুর-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন, অ্যাডভোকেট শাহেদ কামাল রুবেল, অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সুজন, ভুক্তভোগী অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম বুলেট প্রমুখ।
বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনজীবীকে অপদস্ত ও হয়রানির করার জন্য দায়ী রংপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুস্তাফিজুর রহমানকে অপসারণ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
অন্যথায় ক্ষমতার অপব্যবহারকারী ওই সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন আইনজীবীরা।