তাজরীন অগ্নিকাণ্ডের ছয় বছর পূর্তি, ক্ষতিপূরণ দাবি

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:58:14

ছয় বছর আগে তাজরীন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানায় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। একইসাথে গার্মেন্টসটির মালিকের শাস্তির দাবি জানায় শ্রমিকরা।

শনিবার (২৪ নভেম্বর) সকালে তাজরীন ট্রাজেডির ছয় বছর পূর্তি উপলক্ষে নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে আয়োজিত এক কর্মসূচিতে এ দাবি জানায় শ্রমিকরা।

ছয় বছর পূর্তি উপলক্ষে সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডের সব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অবিলম্বে ক্ষতি পূরণের দাবি জানায়। এসময় মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন।

২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যায়।

আহতের সংখ্যাও অনেক। কিন্তু ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ছয় বছর পার হলেও নিহতদের পরিবার পায়নি যথার্থ সহায়তা। আহতদের অনেকেই এখনো কাতরাচ্ছে বিছানায়।

এ সম্পর্কিত আরও খবর