কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে, নিহত ৩

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-26 01:23:58

কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) ভোর ৫টার দিকে মুরাদনগর উপজেলার মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. বাবুল মিয়া (২২), মো. হাসান (২৩) ও মো. টুটুল (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক ও তার সঙ্গে থাকা দুজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় কাজ করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালের পানিতে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে যাওয়াতে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

এ সম্পর্কিত আরও খবর