কারিগরি শিক্ষার প্রসার চান মেয়র নাছির

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 17:42:37

কারিগরি শিক্ষার আরো প্রসার চেয়ে চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর কাঙ্খিত রূপকল্প বাস্তবায়নে কারিগরি শিক্ষার আরো প্রসারতা প্রয়োজন।

২৪ নভেম্বর (শনিবার) দুপুরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত রিজিওনাল স্কিলস কম্পিটিশন-২০১৮ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি চিটাগাং, শ্যামলী আইডিয়েল পলিটেকনিক ইনস্টিটিউট চিটাগাং, শ্যামলী আইডিয়েল ইঞ্জিনিয়ারিং কলেজ লহ্মীপুর, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), প্রগেসিভ পলিটেকনিক ইনস্টিটিউট, চিটাগাং লাইয়েন্স এন্ড টেকনোলজি (সিএসটিআই), চিটাগাং টেকনিক্যাল কলেজ, ন্যাশনাল পলিটেকনিক কলেজ কম্পিটিশনের অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মেয়র ১২ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ৩৬টি প্রকল্পগুলো ঘুরে দেখেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. নুরুল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন বিভাগ এর এডিশনাল সেক্রেটারি এ কে এম জাকির হোসাইন ভূঁইয়া, টেকনিক্যাল এন্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশনের ডেপুটি সেক্রেটারি সুবোধ চন্দ্র পাল, স্কীলস এন্ড ট্রেনিং ম্যানেজমেন্ট এজেন্ট স্টেপ এর উপ প্রকল্প পরিচালক ও ডেপুটি সেক্রেটারি মো. ফখরুল কবির।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাউদার্ন ইউনিভারসিটি বাংলাদেশের উপ উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ।

এ সম্পর্কিত আরও খবর