বগুড়ায় ট্রাক মোটরসাইকেল সংর্ঘষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া | 2023-09-01 01:22:55

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে নেওয়াজ আল নাহিয়ান ইবনে মজিদ বাপ্পী (২৪) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।

শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টায় বগুড়া শহরতলীর ফুলদীঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাপ্পী বগুড়া শহরের ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন।

দুর্ঘটনায় আহতরা হচ্ছেন শহরের ফুলদীঘি এলাকার আল মামুন সরকারের ছেলে অভি(২২) কৈগাড়ি এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৪)।
জানাগেছে, তিন বন্ধু মটরসাইকেল যোগে বনানী থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন।

সন্ধ্যা ৭টার দিকে ঢাকা -বগুড়া মহাসড়কে শাজাহানপুর থানার ফুলদীঘি এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাপ্পী মারা যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈকত ইসলাম বলেন দুর্ঘটনার পরপর চালক ট্রাক রেখে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর