পেশাজীবীদের টার্গেট করতো জেএমবির নতুন সংগঠনটি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:58:38

‘প্রায় দুই বছর আগে সংগঠনে রূপ নেওয়া জেএমবির 'রেডিক্যাল ইয়ুথ গ্রুপ' টির টার্গেট ছিল স্বচ্ছ পেশাজীবী সদস্য সংগ্রহ করা। যারা সংগঠনের জন্য আর্থিক সহযোগিতা করতে পারবে।’

সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর কাওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আটক আট জঙ্গি সম্পর্কে এমন তথ্য দেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।

এই র‍্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে এই গ্রুপে ৩০ থেকে ৩৫ জন সদস্য রয়েছেন। সংগঠনটি চলে শুভাকাঙ্ক্ষী ও মধ্যপ্রাচ্য থেকে আসা অর্থে।

মুফতি মাহমুদ বলেন, ‘তামিম গ্রুপের সক্রিয় সদস্য বাশারুজ্জামান চকলেটের সঙ্গে যোগাযোগ ছিল এই গ্রুপের অন্তত তিন জন সদস্যের। যারা ২০১৪-২০১৫ সালে জেএমবিতে যোগ দেন। এরা সবাই উচ্চশিক্ষিত স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন।’

তিনি বলেন, গত সাত থেকে আট মাস তাদের উপর নজরদারি রাখা হয়। পরে গতকাল (২৫ নভেম্বর) র‍্যাবের আটটি অভিযানিক দল রাজধানীর তিনটি এলাকা থেকে এই আট জন সক্রিয় নতুন সংগঠনের সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন আরাফাত আজব (৩০), রাশেদ আলম বাধন (২৮), আফজাল আলী (৩৭), মাহাদী হাসান (২৩), রাদিউজ্জামান হাওলাদার অনিক (২৭), জালাল উদ্দিন শোভন (২৮), জারির তাইসীর (২৬) ও আসিফুর রহমান (২৮)।

র‍্যাবের এই মুখপাত্র আরো বলেন, ‘সংগঠনটি আমীরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। আটককৃত আট জনের মধ্যে সাবেক তিন জন এবং বর্তমানে দুই জন আমীর রয়েছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন আফজাল আলী।’

‘রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সদস্যরা বিভিন্ন পেশায় অভিজ্ঞতা সম্পন্ন। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতে পারে বলে ধারণা ছিল।’

এ সম্পর্কিত আরও খবর