গেন্ডারিয়ায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার ইমু’ ডিবির গুলিতে নিহত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:00:38

রাজধানী গেন্ডারিয়া থানা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমু নিহত হয়েছেন। তিনি শ্যুটার ইমু নামে প্রসিদ্ধ ছিলেন।

সোমবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেন মহানগর পুলিশে মুখপাত্র মাসুদুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি পূর্ব বিভাগের কাছে খবর আসে, রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা মাঠে অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কাজ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ তথ্যের ভিত্তিতে রোববার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ডিবি-পূর্ব বিভাগের ওয়ারী জোনাল টিম ওই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য গেন্ডারিয়ার ডিস্ট্রিলারী রোড ধুপখোলা মাঠ চটপটি গেটের ভেতরে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে গুলি করে। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে শ্যুটার ইমু গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে পুলিশ দ্রুত ঢাকা স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর