১০ বছর পালিয়ে থেকেও হয়নি শেষ রক্ষা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-25 03:35:32

দীর্ঘ ১০ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না বগুড়ার ব্যবসায়ী রেজাউল করিম (৫৫)। ব্যাংক, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক কোটি টাকা হাতিয়ে নিয়ে ১০ বছর আগে তিনি উধাও হয়েছিলেন। অর্থ আত্মসাতের ১০টি মামলায় তার সাজা হয় ১৮ বছর। তথ্য প্রযুক্তির সহযোগিতায় বগুড়া সদর থানা পুলিশ তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে।

সোমবার (৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল করিম বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত সদর উদ্দিনের ছেলে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান জানান, রেজাউল করিম প্রথমে রেজাউল গ্যাস ওয়েল্ডিং ওয়ার্কসপ ও কাস্টিং ঢালাই কারখানা স্থাপন করেন। এই ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক এবং ব্যক্তির নিকট থেকে এক কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০১২ সালে বগুড়া থেকে পলিয়ে যান। তিনি মালয়েশিয়াতে চার বছর অবস্থান করে দেশে ফেরেন।

২০১৪ সাল থেকে পরপর দশটি মামলায় আদালত তাকে ১৮ বছর সাজা দেন। মালয়েশিয়া থেকে ফিরে তিনি নারায়ণগঞ্জে ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার (৮ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর