সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-09-01 17:12:40

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ করা হয়।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার খাষকাউলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। শনিবার সন্ধ্যায় খাষকাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ করা হয় এবং একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মালামাল নৌ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এ অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর