দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-27 06:20:15

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মে) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৫৩/৯-এস সীমান্ত পিলার সংলগ্ন ঠোটারপাড়া সীমান্তে ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঠোটারপাড়া মাঠে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার সবুর হোসেন।

অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বাসুদেব সামা।

এ সময় বিএসএফ কোম্পানি কমান্ডার সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ এলাকায় উভয় দেশের জনসাধারণ সীমানা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে আবাদি ‘ফসল যেন নষ্ট না করে’ সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।

একই সাথে সীমান্ত এলাকায় গরু, মহিষ সীমানা অতিক্রম না করে সেদিকেও লক্ষ্য রাখার বিষয়টি উল্লেখ করেন। এতে বিজিবি কোম্পানি কমান্ডার একমত পোষণ করেন। শেষে উভয় সীমান্তে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়টিও আলোচনা করে সৌজন্য সাক্ষাত শেষ করেন।

এ সম্পর্কিত আরও খবর