চড়ক উৎসব দেখতে পদ্মাপাড়ে ভিড়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-14 01:29:06

রাজশাহীতে চড়ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর আলুপট্টি এলাকার পদ্মা সার্বজনীন শিবমন্দিরের ব্যানারে এ উৎসবের আয়োজন করা হয়। গত ১৩ মে থেকে উৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকালে শিবপূজার পর সন্ন্যাসীরা পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরেন।

এটি দেখতে পদ্মাপাড়ে অসংখ্য মানুষ জমায়েত হন। চড়ক উৎসব উপলক্ষে আলুপট্টি পদ্মাপাড়ে গ্রামীণ মেলাও বসেছিল। উৎসবের মূল আকর্ষণ চড়ক ঘোরা দেখতে সোমবার বিকাল ৩টা থেকেই পদ্মাপাড়ে মানুষের ঢল নামে। চড়ক গাছটি পোঁতা হয় পদ্মার পাড় থেকে নিচে চরের ভেতর। বিকাল ৪টা থেকে দফায় দফায় শিবের সন্ন্যাসীরা পিঠে বড়শি লাগিয়ে চড়কে ঘোরেন।

এই উৎসবের উদ্যোক্তা ওই এলাকার যুবক বিশ্বজিৎ সরকার, অন্তর সরকার ও কাঞ্চন সরকার।  তাঁদের বিশ্বাস, এই শিবপূজার পর চড়ক গাছে ঘোরার কারণে সার্বিক অমঙ্গল কেটে যাবে তাঁদের।

বিশ্বজিৎ সরকার বললেন, চড়ক পূজায় পূণ্যার্থীরা যে যা প্রার্থনা করেন তা হয় বলে তারা বিশ্বাস করেন। এ কারণেই যুগ যুগ ধরে গ্রামে এ উৎসবের আয়োজন করা হয়। প্রথমবারের মত রাজশাহী শহরে এ উৎসব হলো বলে তিনি দাবি করেন।

এ সম্পর্কিত আরও খবর