গৌরীপুরে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 20:19:04

ময়মনসিংহের গৌরীপুর উপজেহলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায়  উপজেলায় ২ হাজার ৯৯৩ মেট্রিক টন ধান ও ১০ হাজার ৭৬০ মেট্রিক টন  সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪০ টাকা ও প্রতি কেজি ধান ২৭ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর তালুকদার রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর