নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করায় পল্লী চিকিৎসককে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 13:10:41

এমবিবিএস বা বিডিএস ডিগ্রী না থাকা সত্ত্বেও নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে কুষ্টিয়ার দৌলতপুরে মো. শেখ শামসুল আলী নামের এক পল্লী চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে আরও দুই ফার্মেসী মালিককে জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার দিনব্যাপী দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় এই জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

তারা জানান, এমবিবিএস বা বিডিএস ডিগ্রী না থাকা সত্ত্বেও নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজারের মোঃ শেখ শামসুল আলী নামের এক পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে শাহানাজ ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং মামা ভাগ্নে ফার্মেসিকে ৩ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক, কুষ্টিয়ার নির্দেশনায় পরিচালিত এই বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি টিম।

এ সম্পর্কিত আরও খবর