১৬ দফা দাবিতে রংপুর আদিবাসী পরিষদের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি

, জাতীয়

Mansura chamily | 2023-08-31 03:32:32

সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (১৮ মে) দুপুরে রংপুরে এ কর্মসূচি পালন করে আদিবাসী পরিষদের রংপুর জেলা কমিটি। 

কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আশোক সরকার, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলাল সিং, সাধারণ সম্পাদক বিমল খালকো প্রমুখ। এ সময় একাত্মতা প্রকাশ করেন- ওয়াকার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম হক্কানী, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান।

এর আগে নগরীর শাপলা চত্বর থেকে ১৬ দফা বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয় জাতীয় আদিবাসী পরিষদ। মিছিলটি নগরীর গ্রান্ড হোটেল মোড়, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সিটি বাজার রোড হয়ে কাচারি বাজারে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয় পরিষদের নেতাকর্মীরা। দাবির যৌক্তিকতা তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

কর্মসূচিতে আদিবাসী পরিষদের রংপুর জেলা, সদর উপজেলা, বদরগঞ্জ উপজেলা কমিটি ছাড়া সমর্থন জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএনএমসি ফাউন্ডেশন অংশ নেন।

এসময় রাজশাহীতে সেচের পানি না দিয়ে দুই আদিবাসী কৃষককে আত্মহত্যা প্ররোচণাকারীর দৃষ্টান্তমূলক বিচারসহ ১৬ দফার দাবি বাস্তবায়নের প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের হস্তক্ষেপ কামনা করেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা।

এ সম্পর্কিত আরও খবর