নীলফামারীতে ঝড়ের তাণ্ডব

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-09-01 19:42:33

দুই সপ্তাহ আগেই কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছিল নীলফামারী জেলার ৬ উপজেলা। ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েক হাজার মানুষ। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ঝড়ের কবলে নীলফামারীবাসী।

বুধবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে ধেয়ে আসা ঝড়ে তছনছ হয়েছে জলঢাকা, ডোমার ও কিশোরগঞ্জ ।

হঠাৎ ধেয়ে আসা ঝড় প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল। ঝড়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে উপড়ে গেছে গাছ। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় কয়েক হাজার মানুষ। আহত হওয়ার খবর পাওয়া গেছে বেশ কয়েকজনের। ঘরবাড়ি হারিয়ে অনেকেই স্থান নিয়েছে খোলা আকাশের নিচে।

এদিকে কয়েক দিনের বৃষ্টির কারণে ফসলের জমিতে পানি জমলেও গত রাতের ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা।

কচুকাটা এলাকার কৃষক আকবর আলী। সোনালি ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে গত রাতের ঝড়ে পড়ে গেছে প্রায় ৩ বিঘা জমির ধান।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, গত রাতের ঝড়ে ব্যপক ক্ষতি হয়েছে কৃষকের। বিশেষ করে পাকা ধানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর