রাজশাহীর ফজলি আমে ভাগ বসাল চাঁপাইনবাবগঞ্জ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-09-01 20:54:07

ফজলি আমের ভৌগলিক নির্দেশক বা জিআই সত্ত্বে রাজশাহীর সঙ্গে ভাগ বসাল পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এখন থেকে ফজলি আম পরিচিত হবে ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’।

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) জনেন্দ্র নাথ সরকার মঙ্গলবার (২৪ মে) বিকালে জিআই নিয়ে নতুন এই সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর ফজলি আমকে রাজশাহীর জিআই পণ্য হিসেব স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর। এতে আপত্তি জানায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন। এ নিয়ে মঙ্গলবার ঢাকায় দুপক্ষের শুনানি হয়।

শুনানিতে অংশ নেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন। তিনি জানান, তারা তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের ছয়জন ছিলেন। সকালে শুনানিতে দুপক্ষই নিজেদের পক্ষে দালিলিক প্রমাণপত্র উপস্থাপন করে। বিকালে নতুন সিদ্ধান্ত জানানো হয়।

তিনি জানান, রাজশাহী বিভাগের নাম বলে জিআইয়ে ‘রাজশাহী’ শব্দটি আগে থাকবে। তারপর একটি হাইফেন দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাম থাকবে। এটি ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে জিআই পাবে।

এ সম্পর্কিত আরও খবর