‘নির্ধারিত সময়ের আগেই নির্মাণ শেষ হবে মিত্রবাহিনীর সম্মানে স্মৃতিস্তম্ভ’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-26 14:00:57

নির্ধারিত সময়ের আগেই মুক্তিযুদ্ধে শহীদ মিত্রবাহিনীর সদস্যদের সম্মানে নির্মাণাধীণ প্রকল্পের কাজ শেষ হবে- মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদ মিত্র বাহিনীর সম্মানে আশুগঞ্জে নির্মাণাধীণ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ,ক, ম মোজাম্মেল হক এ কথা বলেন।

শুক্রবার (২৭ মে) বিকালে মন্ত্রী একটি রাষ্ট্রীয় সফরসুচি শেষে ঢাকা ফেরার পথে আকস্মিক ভাবে তিনি এ পরিদর্শন করেন।

এসময় মন্ত্রী বলেন, এটি দুই দেশের জন্য (বাংলাদেশ ও ভারত) একটি গুরুত্বপুর্ণ প্রকল্প এবং দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আশা করেন নির্মাণ শেষে প্রধানমন্ত্রী সশরীরে প্রকল্পটি উদ্বোধন করবেন।

জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সদস্যরাও 'মিত্র বাহিনী' গঠন করে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সশ্রস্ত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলেন। যার ধারাবাহিকতায় মাত্র নয় মাসে স্বাধীনতার মুখ দেখেছিল বাংলার জনগণ। বাংলাদেশের কয়েক লাখ মুক্তিযোদ্ধার পাশাপাশি ভারতীয় বাহিনীর ১৬৬১ জন সদস্য শহীদ হন এবং শুধুমাত্র আশুগঞ্জে-ই এ সংখ্যা তিনশ। মিত্র বাহিনীর সে-ই সব শহীদের  সম্মানে ২০১৭ সনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 'স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রাথমিক ভাবে ২০১৭ সনে একনেকে পাস হওয়া প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১৬ কেটি ৩০ লক্ষ টাকা। প্রকল্পটি ২০১৯ সনের মধ্যে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও  স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া-ই শেষ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। পরে ২০২০ এর ফেব্রুয়ারিতে প্রকল্পের মেয়াদ ২০২৩ সনের জুন পর্যন্ত  বাড়িয়ে এবং প্রকল্প ব্যয় ৪৫ কোটি টাকার বেশি (৪৫ কোটি ২০ লক্ষ  ২৩ হাজার) নির্ধারিত হয়। তবে মাটি ভরাট ও পুর্ত কাজের (সিভিল) কাজে প্রকল্প ব্যয় ৩৪ কোটি ২০ লক্ষ টাকা।

চলতি মেয়াদে গত বছর (২০২১) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন উপজেলার বাহাদুর পুর ও বাসুতারা মৌজার তিন দশমিক ৬৯ একর ভুমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পের মাটি ভরাটের কাজ শুরু হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অধিগ্রহণকৃত স্থানে দৃষ্টিনন্দন স্থাপত্য,  শিশুদের বিনোদন পার্কসহ মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক স্থাপত্য নির্মাণ করা হবে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ শহীদুল ইসলাম, বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জের ইউএনও অরবিন্দ বিশ্বাস, সহকারি কমিশনার ভুমি আশরাফুল হক, থানার ওসি আজাদ রহমান, মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম, আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডর আবুল হাসেম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আঃকরিম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর