হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (০১ জুন) রাতে এমিরেটস ও তার্কিস এয়ারলাইন্সের আলাদা ২টি ফ্লাইটে বিমানবন্দর ত্যাগ করার সময় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে এমিরেটস ইক এর ৫৮৭ ফ্লাইটে বাংলাদেশি পাসর্পোটধারী মাহমুদা ফিরোজ নামের এক যাত্রীকে ৭ নম্বর বোর্ডিং গেট থেকে সাড়ে ৩০ হাজার ইউ এস ডলারসহ আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। মাহমুদার পাসপোর্টের ঠিকানা রাজধানীর নিউমার্কেট এলাকা। তার ২ ছেলে-মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। একমাস আগে তিনি দেশে আসেন।
অপর এক ঘটনায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে তার্কিস এয়ারলাইন্সের টিকেটে ৭১৩ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করার সময় তুর্কি পাসর্পোটধারী মেহমেত রেমজি নামের এক যাত্রীকে ১০ নম্বর বোর্ডিং গেট থেকে এক লাখ বিশ হাজার মার্কিন ডলারসহ আটক করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতে তার শরীরে তল্লাশি করে আরও ৮০ হাজার ডলার পাওয়া যায়।