সীতাকুণ্ডে আগুনে নিহতদের ২ লাখ টাকা করে দেওয়া হবে: শ্রম প্রতিমন্ত্রী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 12:48:22

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে।

রোববার (৫ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবশেষ খবর অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন চার শতাধিক।

 

এ সম্পর্কিত আরও খবর